সে দিন ঢাকার রাজপথ প্রকম্পিত হয়েছিল,
মিছিল শ্লোগানে, উচ্চারিত হয়েছিল একটি দাবী,
‘রাষ্ট্র ভাষা বাংলা চাই।‘
সে দিন বাংলার মাটি রক্তে লাল হয়েছিল,
গুলি চলেছিল ছাত্র জনতার মিছিলে
সে কথা আজও ভুলি নাই।
সে দিন মায়ের ভাষার সম্মান রাখতে
বুকের তাজা রক্ত ঝরিয়েছিল
সালাম বরকত আরও কতজন!
সে দিন ঝরেছিল রক্তেরাঙা শিমুল পলাশ
কৃষ্ণ চূড়ায় লেগেছিল আগুন
পেয়েছিল ওরা শহীদি মরণ।
সে দিন পাকিস্তানী শাসক গোষ্ঠী মেতে ওঠে
মরণ খেলায় এই বাংলার জমিনে,
বাঙালি তবু রাজপথ ছাড়ে নাই ;
সে দিন ছিল বিদ্রোহী চেতনায় তারণ্যের,
অধিকার আদায়ে অঙ্গীকারের দিন
'রাষ্ট্র ভাষা বাংলা চাই।'
সে দিন ছিল রক্তে রাঙা ঊনিশ শত বায়ান্নর
একুশে ফেব্রুয়ারি!