নয়নে নয়ন রেখে যদি এক বার
বলো ভালবাসি, আমি হবো না উদাসী ;
আঁখি জল ঝরে মোর যদি করো ছল্
দূরে কেন যাও সরে, হয়ে পরবাসী!

বিরহ দহনে পুড়ে অঙ্গ জড়ো জড়ো,
জানিনা কেন যে এতো অভিমান করো!

কাননে কুসুম কলি একা ফুটে রয়,
দেখেও দেখে না কেউ পায় অবহেলা ;
অবশেষে ঝরে পড়ে মাটিতে লুকায়,
আমার হৃদয় নিয়ে খেলো না সে খেলা।

তুমি দিয়েছিলে মোরে বাঁচার প্রেরণা,
কাছে যদি থাক তবে বিবাগী হবো না।