একা আছি ভাল আছি একাই থাকতে চাই,
নিংসঙ্গতা কষ্ট দেয় নেইতো কোন ছলনা,
দুঃখ স্মৃতি আছে কত নেই কোন প্রবঞ্চনা ;
একা থেকে হারাবার যন্ত্রণা তো তাই নাই ।
দূরে দূরে থাকি সবে যদি সুখ নাহি পাই,
ভালবাসায় চলছে শুধু স্বার্থ বেচা কেনা,
প্রেমে পড়লে সইতে হয় বিরহ যন্ত্রণা;
দুঃখ বিনা সুখ হায় সকলেই পেতে চাই ।
একা আছি ভাল আছি একাই থাকতে চাই,
নির্জনতায় নিজেকে আমি সত্যি খুঁজে পাই ।
মায়ায় ভরা ভুবন জড়ায় ভালবাসায় ,
স্বার্থ চিন্তা এসে দেয় মানব হৃদয়ে হানা ,
সুখের আশায় মত্ত থাকে লোভ লালসায় ;
প্রেম পালায় তখন সবারই সেটা জানা ।
অক্ষরবূত্ত, ১৪ চরণ , মাত্রা ৮ , ৮=১৬
অন্ত্যমিলের রূপকল্প : প্রমথ চৌধুরী