১
ভীষণ সে কাঁচা
অংক মেলাতে চাইছে
শুধু খাবি খায়!
২
বিশেষ স্থাপনা
ধ্বংস কেন হয়ে যায়
নিরাপত্তা কই?
৩
সিকিউরিটি নাই,
স্থাপনা অরক্ষিত
কার নির্দেশনা?
৪
এ দেশেতে হয়,
উদোর পিন্ডি বুদোর ঘাড়
কত আর দেখবো?
৫
এত রক্ত কার!
আমার ছেলে ও মেয়ের
ভুলবো কি করে?