এই শীতে শিশির ভেজা ঘাস,
কুয়াশা ঢাকা ভোর,
হালকা হিমেল হাওয়ায়
অঙ্গে ধরে কাঁপন!
তোমার ছোঁয়ায় ঠিক তেমনি
কাঁপন জাগে প্রাণে,
অঙ্গ জুড়ে শিহরণ
ভেজা আমার মন!
দেহ মন চায় প্রেমের উত্তাপ,
তাই কাছে থেকো প্রিয়া ;
দূরে যদি যাও বৃথা হবে
সব আয়োজন।