ঘোর অমানিশার কালো ছায়া গ্রাস করছে মানব জীবন,
হারিয়ে যাচ্ছে প্রেম ভালোবাসা স্নেহ মায়া রক্তের বাঁধন।
সামাজিক সম্পর্কগুলো আজ ভেঙ্গচুরে একাকার,
নাতনীর বয়সী মেয়ে খুঁজে দাদার বয়সী স্বামী,
এ কেমন বিচার!
আশীতিপর বৃদ্ধ চায় নাতনীর বয়সী নারীর সান্নিধ্য,
পরকীয়ায় উন্মত্ত মানুষ ভাঙ্গছে নিজের ঘর নিত্য!
মাদক আর ড্রাগের নেশায় উন্মাদ আজ তারুণ্য,
দেশ হয়েছে সন্ত্রাস চাদাবাজী খুন আর ধর্ষণের অভয়ারন্য!
উন্নয়নের আড়ালে চলছে দুর্নীতির মহোৎসব,
ব্যাংক খালি টাকা পাচার হচ্ছে বিদেশে, প্রশাসন নিশ্চুপ!
ব্যবসায়ী সিন্ডিকেটে দ্রব্যমূল্য বাড়ছে জ্যামিতিক হারে,
বিচারের নাম প্রহসন,নেতা আমলারা লুটছে দেশ নির্বিচারে।
দুর্গন্ধ বেড়িয়ে আসছে অন্যায় অবিচার আর নিপীড়নের,
দগদগে ঘা থেকে বিষাক্ত পুঁজ বেড় হচ্ছে
সমাজের সর্বোস্তরে!
দেখেও দেখছি না কেউ বুঝেও বলতে পারি না,
চারপাশে মৃত্যুর বিভিষিকা, শ্বাস নিতে কষ্ট হয়!
নিজেকে নিয়ে ব্যস্ত সবাই, প্রতিরোধের আওয়াজ
তুলতে পারিনা
চলমান অবক্ষয়ে নিষ্পেষিত মানবতা, ভাবতে কষ্ট হয়!