পচন ধরেছে মনে, ভাল কোন কিছু
ভাবতে পারিনা আর ;
হৃদয়ে আগুন জ্বলে, রক্ত শুধু ঝরে
পেতে ন্যায্য অধিকার!
এত কেন দ্বিধা মনে, চোখে লাগে ধাঁধা
এ কেমন ব্যাকুলতা!
ন্যায্য কথা বলতে গিয়ে রক্ত দিতে হয়
এ কেমন স্বাধীনতা!
নয় মাস যুদ্ধ করে জীবন দিয়েছি
মোরা স্বাধীন হয়েছি,
সেই স্বাধীনতা যারা কেড়ে নিতে চায়
তাদের শাস্তি দিয়েছি।
মায়ের ভাষার মান রক্ত দিয়ে কেনা
দাবিয়ে কত রাখবে!
দেশের লাগি জীবন,মা বোনের সম্মান
কত আর দিতে হবে?
গুম খুন দুর্নীতিতে বাধা এ জীবন
মানবতা লজ্জা পায়,
হামলা মামলা দিয়ে দমন পিড়নে
ক্ষমতায় থাকতে চায়।
না পাওয়ার বঞ্চনাতে হৃদয়ের কোণে
জাগলো মহা আলোড়ণ!
দীর্ঘ দিনের হতাশা পুঞ্জীভূত হয়ে
ঘটায় মহা বিস্ফোরণ।
১৮/০৭/২০২৪
(২০২৪ এর গণঅভ্যুত্থানের পূর্বে শহীদ আবু সাঈদ ও আরও তিনজন যে দিন মারা যায় তাদের শোকে শোকাহত হয়ে এ কবিতা লেখা )