কোথায় হারিয়ে গেল সেই সোনালী অতীত?
যেথা ভালবাসা ছিল মধুময় অনাবিল,
আমি দেখেছি প্রমত্তা পদ্মার উত্তাল ঢেউ
পাল তোলা নৌকা ছিল সাথে উড়ন্ত গাংচিল।
শুনিয়াছি ভাটিয়ালী সুরে মরমীয়া গান,
দেখেছি পানকৌড়ির খেলা ;
দেখেছি গরুর গাড়ী , ফসলের মাঠ জুড়ে
হাল চাষে লাঙ্গলের ফলা।
যান্ত্রিক সভ্যতা আজ সবকিছু নিয়ে গেল
অতীতের স্মৃতির আঁধারে,
ফারাক্কা বাধে হারায় উত্তাল পদ্মার ঢেউ
বড়ই অচেনা লাগে তারে।
মরমী গান এখন মনেতে দেয়না দোলা
ভোগের নেশায় আত্মহারা,
স্নেহ, মায়া ভালবাসা সে যেন কোন দুরাশা
প্রেম শুধু ছলনায় ভরা।
ব্যক্তিস্বার্থে মানবতা হয়ে আছে বন্দী,
সকলে আজ মিথ্যার সাথে করে সন্ধি!