গাঁয়ের মদনা

দাঁত কেলিয়ে হেসে বেড়ায় পাড়া গাঁয়ের মদনা,
ছোট বড় প্রক্ষালনে লাগে না তার বদনা ;
সে যে বড় চালাক চতুর,
জুয়া খেলে হলো ফতুর ;
হাসি তবু থামে না তার বোঝে না সে যন্ত্রণা।


যোগ‍্য কারিগর!

মিথ‍্যাকে যে সত‍্য বানায় সে ই তো আসল কারিগর!
দুষ্ট লোকের সঙ্গী তারা প্রাণের বন্ধু বাজিগর,
ভালো কে ওরা মন্দ বলে,
মন্দকে নেয় কোলে তুলে ;
নীতির কথা কয়না তারা দুর্নীতির ই সওদাগর।