ছোট্ট এক ন‍্যায‍্য দাবী আদায় করতে,
সেদিন যারা জীবন দিলো আন্দোলনে ;
অদম‍্য যুবক খায় গুলি বুক পেতে,
স্মরণ করে তাদের ব‍্যথা জাগে প্রাণে।
অনেক দুঃখ বঞ্চনা অনেক বৈষম‍্য
তারই মাঝে জেগেছে নতুন প্রজন্ম ;
দুর্নীতির কালো ছায়া নয় কারো কাম‍্য,
বঞ্চনার ঘোরপ‍্যাঁচে ওরা নেয় জন্ম।

রক্তের বিনিময়ে যে বিজয় এসেছে,
আমাদের ভুলে যেন না হয় বিফল ;
বাক স্বাধীনতার যে দুয়ার খুলেছে,
হৃদয়ে ধারণ করে করো তা সফল।
সুযোগ সন্ধানীদের করো প্রতিরোধ,
অন্তরে জাগিয়ে তোলো মানবতা বোধ।