দয়াল আমায় মাফ করে দাও
আমি পাপী বান্দা তোমার,
ক্ষমা করো দয়াল প্রভু
একটুখানি দাওনা দিদার।
দয়াল আমায় মাফ করে দাও
আমি পাপী বান্দা তোমার।
তুমি স্রষ্টা মালিক তুমি
তুমি পরোয়ারদেগার,
সবার উপর তুমি আল্লাহ্
তুমি কাদের ও গাফফার।
দয়াল আমায় মাফ করে দাও
আমি পাপী বান্দা তোমার।
আকাশ বাতাস চন্দ্র তারা
সবই তো সৃষ্টি তোমার,
চাইছে ক্ষমা তোমার কাছে
সকল সৃষ্টি এই দুনিয়ার।
দয়াল আমায় মাফ করে দাও
আমি পাপী বান্দা তোমার।
***
দিদার - সাক্ষাৎকার
পরোয়ারদেগার -লালন পালন কারী
কাদের - ব্যবস্থাপক
গাফফার - পরম ক্ষমাশীল