অচেনাকে ভালবাসলে ভাঙ্গতে পারে আশা,
চিনতে তুমি করো না ভুল, দিও না ভালোবাসা ;
চেনা মুখ ও অচেনা হয় স্বার্থ ক্ষুণ্ণ হলে,
অচেনাকে ভালোবেসে ডুববে অথই জলে।
দূর থেকে ভাল লাগায় আছে অনেক জ্বালা
কাছে এসে ছলনাতে হৃদয়ে দেয় তালা ;
মুখের কথায় মুগ্ধ হয়ে দিও না তোমার মন,
বিপদে যে হাতটি ধরে সেই তো আপনজন।
তারা ভরা আকাশ দেখে কত ভাল লাগে,
যায় কি তারে কাছে পাওয়া রাগে অনুরাগে!
দূর থেকে তাই যায় না চেনা কে বা আপন পর,
কাছে এলে যাচাই করে বাঁধতে পারো ঘর।