আর কতকাল সইতে হবে ভণ্ডামি আর দুর্নীতি!
আর কতকাল বইতে হবে বঞ্চনা আর দুর্গতি?
যে যার মত চলছে এখন মানছে না কেউ ন্যায়নীতি,
ধর্ম কথা মুখেই শুধু অন্তরে নাই ভয় ভীতি!
ভোগ বিলাসে মত্ত মানুষ ব্যক্তি স্বার্থে অন্ধ,
ভাইয়ের রক্তে হাত রাঙিয়ে ছড়ালো দুর্গন্ধ ;
স্নেহ মায়া ভালবাসা সব আজ স্বার্থে বাঁধা,
মানবতার কথায় সবার চোখে লাগে ধাঁধা!
গরীব মরে অন্নকষ্টে দেখার কেউ তো নাই,
শোষণ মুক্ত সমাজ আমরা কেমন করে পাই?
জগতে আজ বইছে নতুন ডিজিটালের হাওয়া,
তার ছোঁয়াতে সাম্য আনবো মেটাবো চাওয়া পাওয়া।
ফেইসবুক আর টুইটারে করবো আহবান,
ইউটিউবে করবো প্রচার সত্যের জয়গান ;
ঘরে ঘরে প্রতিরোধের দুর্গ গড়ে তুলবো,
জালিমের হাত ভেঙ্গে দিয়ে সাম্য গড়ে তুলবো।