রাতে আমার ঘুম আসে না,
পড়া শুনায় মন বসে না ;
ফেইসবুক আর গুগল সার্চে,
সময় কাটে খুব রোমাঞ্চে।
ডিজিটালের মহোৎসবে
মত্ত সবাই ঘরে ঘরে,
কেউ খোঁজে না ন্যায় ও নীতি
লড়াই এখন ভোগের তরে।
করে কত হিসাব নিকাশ
হয় না কভু সত্য প্রকাশ,
আছে যাদের ভুরি ভুরি
তারাই করে পুকুর চুরি!
স্নেহ মায়া প্রেমের বাঁধন
ছল চাতুরী ঈর্ষা ভরা,
কেউ ডাকে না স্বার্থ ছাড়া
ভালবাসার চলছে খরা।