দুটি মনে থাকে যদি
প্রেম বাসনা,
কাছে থাকার ব্যাকুলতা
দেয় যাতনা।
প্রেমে পড়ে চোখের ভাষা
কে না বোঝে বলো?
ভালবেসে কাছে পাওয়ার
ব্যাকুলতা এলো!
ওদের নাকি বোঝাপড়া
খুবই চমৎকার,
তবে কেন রয় না কাছে
থাকে নির্বিকার।
ওদের মনে ভালোবাসার
এ কোন অহংকার!
খোলা মনে দেখায় ওরা
নিজের অধিকার।
ওদের এ কোন প্রেমের খেলা
চলছে বারো মাস,
বিরহ ব্যথায় জ্বলছে তবু
নেয় না দীর্ঘ শ্বাস।
অপবাদে কান না দিয়ে
ভালবেসে যায়,
তাই তো ওরা প্রাণের মাঝে
প্রেমের ছোঁয়া পায়।