প্রতারক

ভণ্ড প্রতারক মানুষ রূপী শয়তান,
চারিদিকে আজ শুধু তারই জয়গান ;
মিথ‍্যাচারে ভরা মন,
বাঁকা পথে বাড়ে ধন ;
ধরে ভদ্র বেশ সাবধান সাবধান।


ঐ ছেলেটা

এমন ছেলে কেমন করে তোমার ঘরে এলো?
কেমন করে ঐ ছেলেটা তোমার নামটি পেলো!
সে তো ভিষণ দুষ্টু ছেলে,
সব লুটে খায় সুযোগ পেলে ;
মন্দ লোকের সঙ্গে মিশে রসাতলে গেলো।