ছলনা - ১

ভালবাসি বলে যারা দূরে সরে রয়,
কাছে এসে স্বার্থ খোঁজে ভালোবাসা নয়!
ছলনায় মন পোড়া ,
প্রেম সেও ভাঙাচোরা ;
যদি ভালোবাসে তবে কেন এত ভয়?

ছলনা- ২

জীবনের বাঁকে বাঁকে দেখি কত দ্বন্দ্ব,
ভালবেসে অনেকেই হয়ে যায় অন্ধ ;
রক্তের বাঁধন ছিন্ন করে,
গোপন প্রিয়ার হাত ধরে ;
ছলনায় ফেঁসে হয় পথ চলা বন্ধ।