জোর
টাকার জোরে অনেকে আজ এমপি মন্ত্রী হয়,
গায়ের জোরে কেউ করে নেয় রাজার আসন জয় ;
দুর্নীতি আজ সবার নীতি,
ঠগবাজি আজ হচ্ছে রীতি ;
স্নেহ মায়ার বাঁধন আজকে হয়ে যাচ্ছে ক্ষয়!
উপরি *
হাবলু মিয়া রিকশা চালায় দিন আনে দিন খায়,
জগলু মিয়া অফিস পিওন অনেক উপরি পায় ;
শিক্ষা নিয়ে দীক্ষা নিলো দুর্নীতির,
অশিক্ষিত মানুষ কি হয় সুনীতির?
সমাজে আজ সকল মানুষ উপরি পেতে চায়!
*উপরি বলতে আয়ের অতিরিক্ত পাওয়া বা ঘুষ