ঈমান
ঈমান এনেছি এক আল্লাহে শরীক তাহার নাই,
ইবাদতে থাকি মশগুল তারই জান্নাত যেন পাই ;
নামাজ রোজা হজ্জ যাকাত,
করি সয়ে শত আঘাত ;
বিপদের দিন ওগো আল্লাহ করুণা তোমার চাই।
রোজা
বছর ঘুরে ফিরে আসে মাহে রমজান,
রোজা রেখে দিতে হবে যোগ্য সম্মান।
আত্মশুদ্ধির মাস,
মানবতার প্রকাশ ;
করুণা চায় আল্লার সকল মুসলমান।