আগডুম বাগডুম
আগডুম বাগডুম এলোমেলো ভাবনা,
পাগলামি বেড়ে গেলে যেতে হবে পাবনা!
ভাবুক হয়ে থাকিস না,
দেশের কথা ভাবিস না!
তালগোল পাকালে তো পেয়ে যাবে কান্না।
আপনভোলা
ওরে পোলা আপন ভোলা বাজাস কেন ডুগডুগি!
কাজের কথা বললে কেন জেগে ওঠে বুজুর্গি?
হরেক রকম বাহানা তোর,
সুযোগ পেলেই দেখাবি জোর;
পরের ধনে ভাগ বসাতে ঝাঁপ দিলি যে ডগমগি!