১
তোমার শুধু একটা ফুল দরকার-
এটা সবার লাগে-
দৃষ্টির জানালা খুলতে ,
একটি একক বাক্যালাপ
যথেষ্ট যথেষ্ট
আলো দিয়ে চোখ আলোকিত করতে।
২
তোমার একটি আয়না দরকার
যা সবার ই লাগে-
হৃদয়ের জানালা খুলতে ,
ভালবাসি শুধু এই কথাটি
যথেষ্ট যথেষ্ট
প্রেম দিয়ে অন্তর আলোকিত করতে ।