মধ্যনিশীথের অন্ধকার,
নগরে আট্টালিকার কারাগার ;
অপার ঐশ্বর্য‍্য তবু হাহাকার,
নিঃসহায় জেগে ওঠে বারবার!
উদ্বেলিত হৃদয়ে জ্বলে অগ্নিশিখা,
কুণ্ডলী পাকানো দীপশিখা!
ধূসর মরুভূমির তপ্ত শ্বাস,
জেগে ওঠে বেঁচে থাকার দুরন্ত বিশ্বাস।
কোটি জনতার বস্তি উজার,
কালাকানুনের শৃঙ্খলে বাঁধা অনিবার।
বিস্ফোরণে ভাঙ্গে প্রাচীর, প্রতিরোধে দুর্নিবার ;
বাসনা মুক্ত স্বদেশ,ন‍্যায‍্য অধিকার।