দর্পনে দেখে নিজেকে শুধাই, অচেনা
লাগছে কেন আমায়, সত্যি কি অচেনা?
আমার সকল গান, ভাল কি লাগে না
প্রিয়তমা মানবীর ? সে তো অন্যমনা!
তার কাছে ভাল লাগে স্নেহ মায়া প্রেম ,
ভাল লাগে উপহার অঙ্গশোভা হেম ;
যে টুকু চেয়েছিল সে সবই দিলেম
তবু তার মন বলে সব হারালেম ।
নারীর দু চোখে থাকে কত স্বপ্ন আশা
চাওয়া তার শুধু ই প্রেম ভালবাসা,
না চিনে তাহারে হই যাযাবর খাসা ;
হৃদয়ে তাই প্রলয় আসে সর্বনাশা ।
ঝরা পাতার মতন ঝরে যাবো আমি ,
ধূসর পাণ্ডুর হবো জেগে সারা যামী ।