মূর্তি গড়ে মূর্তি ভাঙে
চিরস্থায়ী নয় কিছু,
যার ঠিকানা হৃদয় মাঝে
তার ক্ষতি কি হয় কিছু?
লক্ষ কোটি মানব মনে
যার রয়েছে ঠাঁই,
ভাঙ্গা গড়ায় কি আসে যায়
দুঃখ শুধু পাই।
শোকের দিনে শোক পালনে
বাঁধা কেন দাও,
স্বাধীনতার মহানায়ক
সম্মান তারে দাও।