দুঃখে যাদের জীবন গড়া
তাদের আবার কিসের ভয়,
বৃষ্টি এলে ভিজতে হয়
রোদে পুড়ে তামা হয়।
নুন আনতে পান্তা ফুরায়
অর্ধাহারে জীবন কাটায়,
আলুর দম আর ভাতের মাড়
খেয়ে তারা শক্তি বাড়ায়।
চালের দাম ও বাড়তি এখন
ভাতের মাড় ও তারা পায়না,
আলুর দাম ও বেড়ে ই চলছে
দম খেতে আর তারা চায় না।
চলছে জীবন ধুঁকে ধুঁকে
এ যেন সেই মুড়ির টিন,
ধার কর্যে জীবন চালাই
বাড়ছে শুধু নগদ ঋণ।