মনের সকল দৈন্যতা আজ
ঘুচাও দয়াময়,
সত্য পথের দাও গো দিশা
পাপের পথে নয়।
ন্যায়ের পথে চলতে হবে,
অন্যায়কে আজ ছাড়বো তবে ;
প্রভু তুমি থাকলে সহায়
কাটবে আমার ভয়।
জীবনটাকে বাজী রেখে
করবো লড়াই আজ,
মানবতার ঝাণ্ডা হাতে
পড়বো বীরের সাজ।
পরের ক্ষতি করবো না আর,
কেউ করলে দেবো না ছাড় ;
তোমার আশিষ থাকলে প্রভু
পাপ কে করি ক্ষয়।