মানুষ রূপী দানবেরা আজ ক্ষমতাবান,
পাই না খুঁজে ওদের মাঝে কোন বিবেক বান!
মিথ্যে আশায় মন ভুলিয়ে নিচ্ছে সমর্থন,
গদি পেয়ে যায় ভুলে সব রিক্ত জনগণ!
দানবেরে বধ করার অস্ত্র কোথায় পাই?
না বুঝে তাই আমরা ওদের মদত দিয়ে যাই!
ক্ষমতার সব শক্তি ওরা করে করায়ত্ত,
মানবেরে করতে ধ্বংস উল্লাসে রয় মত্ত।
মানব জীবন বড়ই কঠিন যুদ্ধ যুদ্ধ খেলা,
তবু মানব বেঁচে থাকতে ভাসায় প্রেমের ভেলা ;
সেই ভেলা তে উঠছে দানব দিচ্ছে কঠিন হুঙ্কার,
অর্থ বিত্ত ক্ষমতা তার বাড়ায় অহংকার!
দানব রূপী মানব গুলো গিলে খাচ্ছে দেশ,
শেয়াল শকুন সঙ্গী তাদের আছে তারা বেশ!
***
আসরের কবি বন্ধু এম এ সালাম এর মানব রূপী দানব কবিতায় মন্তব্য করতে যেয়ে এই কবিতার দ্বিতীয় স্তবকটি রচনা করেছিলাম তাই প্রিয় কবির প্রতি কবিতাটি উৎসর্গ করলাম।