যুগে যুগে জনপদে হয়েছে সংঘাত
সত্যের সঙ্গে মিথ্যার চলছে লড়াই,
ভালো আর মন্দ মিলে করছে বিবাদ
দিকে দিকে অন্যায়ের চলছে বড়াই।
ন্যায়ের পথে চলতে কেন এত ভীতি
মানবতা ভুলে যায় নিঠুর শাসক,
শোষণ আর বঞ্চনা যেন তার নীতি
ক্ষমতা দখলে হয় দারুণ হিংসক।
আদালতে বিচারের নামে প্রহসন
সুবিচার নাই সেথা আছে অভিনয়,
জুলুমের হাতিয়ার অসত্য ভাষণ
নিপীড়িত জনতার তাই এত ভয়।
জনতার প্রতিবাদে প্রাণের সংশয়,
তবু আশা বুকে বাঁধা আসবে বিজয়।