দুর্ণিবার বেদনায় ক্ষত বিক্ষত মন
মধাহ্নের সূর্য কিরণে আক্রান্ত এই পৃথিবী যেন
কোটি-কোটি হায়েনার আক্রমণে দগ্ধ হচ্ছে ;
ওরা উৎসব শুরু করেছে।
হায়, উৎসব!
হৃদয়ের অবিরল অন্ধকারে সূর্যকে ডুবিয়ে ফেলে
ওরা ঘুম পড়াতে চায় আমাদের!
এই বাংলার কোটি কোটি মানুষের শান্তি কেড়ে নিতে চায়
সামাজিক বৈষম্য, শ্রেণি বিভেদ, ধর্ম বিভেদ আর
ব্যক্তিস্বার্থের মদমত্ততায় ডুবিয়ে,
অন্ধকারে অনন্ত মৃত্যুর মতো মিশিয়ে দিতে চায় ;
শত শত হায়েনারা আজ মানুষের রূপ ধরে
রাজপথের দখল নিতে চায়,
বার বার তাই ভিন্ন ভিন্ন রূপে পথে নামছে ;
শৃঙ্খলা ভাঙ্গছে, মানুষ মারছে আর হুংকার দিচ্ছে
আমাদের বাঁচতে দেবে না শান্তিতে।
গভীর অন্ধকারে ঘুমের আস্বাদ ছেড়ে
জাগতে হবে আজ, দখল নিতে হবে রাজপথ ;
প্রত্যয় জাগাতে হবে জনতার বুকে
সত্য সুন্দর ও দেশ ভাবনার অঙ্গীকারে।