১
ঢাকার বুকে আমরা যারা আছি,
বুঝতে পারি কেমন মশা মাছি!
কাকের ডাকে ভাঙ্গে ঘুম,
কুকুর থাকে নির্ঘুম!
ধুলি ঝড়ে দিনে বাড়ায় হাঁচি।
২
উঁচু উঁচু অট্টালিকায় ভরা এখন ঢাকা,
ভুমিদস্যুর যাদু মন্ত্রে নেই তো কোথাও ফাঁকা!
বস্তিবাসী ভালই আছে,
সুখে দুঃখে থাকে কাছে ;
স্বল্প আয়ের মানুষগুলোর কষ্ট বেঁচে থাকা।