দেশের কথা ভাবছে না কেউ
নিজের কথাই ভাবছে,
দুর্নীতি ঠিক আগের মতই
হর হামেশা করছে।
সরকারি সব অফিস গুলয়
চলছে নতুন কারসাজি,
ঘুণের টাকা দ্বি গুন এখন
না হয় কাজে গররাজি।
বড় নেতার বড় দাবী
পাতি নেতার অল্প,
পুরান চালে ভাত বাড়ন্ত
এখন সে সব গল্প।
নবীন প্রবীণ সবাই মিলে
দেশটা এখন গড়বে,
দুর্নীতি ঘুষ বন্ধ করতে
ন্যায়ের পথে চলবে।
ফিরে যেতে চাই না আর ঐ
প্রতিহিংসার রাজত্বে,
চাই না আবার বলি হতে
ফ্যাসিবাদী আবর্তে।