দেশের কথা বলতে আমার
কোন দ্বিধা নাই,
সত‍্য কথা বলতে সবার
সাহস থাকা চাই।
দেশের কথা ভাবছে যারা
তুলনা তাদের নাই,
সত‍্য পথে চলবে তারা
এটাই হওয়া চাই।
দুর্নীতি নয় মানব সেবা
হবে তাদের ধর্ম,
হিংসা দ্বেষ ভুলে তারা
করবে তাদের কর্ম।
স্বজন প্রীতি থাকবে না আর
থাকবে মানবতা,
ন‍্যায়ের পথে থাকবে সবার
ব‍্যক্তি স্বাধীনতা।
অন্ধ বিশ্বাস বিশৃঙ্খলা
মোটেই কাম‍্য নয়,
দেশ ও দশের করবে সেবা
কিসের আবার ভয়।