আমি ব্যাকুল হয়ে গো পাগল হলাম
তোমার প্রেমে মজিয়া,
দয়াল তোমায় ভালবাসিয়া।
দয়াল প্রভু তুমিই যে জীবন দাতা
থাকবে কত লুকাইয়া,
দয়াল থাকবে কত লুকাইয়া ;
আমি ব্যাকুল হয়ে গো পাগল হলাম
তোমার প্রেমে মজিয়া,
দয়াল তোমায় ভালবাসিয়া।
দয়ার সাগর তুমিই প্রভু অন্নদাতা
রাখলে প্রেমে জড়াইয়া,
থাকবে কত লুকাইয়া ;
আমি ব্যাকুল হয়ে গো পাগল হলাম
তোমার প্রেমে মজিয়া,
দয়াল তোমায় ভালবাসিয়া।
বেদ্বীনেরে দাও গো ঈমান
তোমার প্রেমে মজাইয়া,
থাকবে কত লুকাইয়া ;
আমি ব্যাকুল হয়ে গো পাগল হলাম
তোমার প্রেমে মজিয়া,
দয়াল তোমায় ভালবাসিয়া।