তোমার মাথায় ছিল ঘন কালো ঝাঁকরা চুল,
তোমায় চিনতে মোদের হয়নি কোন ভুল ;
বৈশাখী ঝড় হয়ে তুমি এসেছিলে,
দমকা হাওয়ায় শৃঙ্খল ভেঙ্গেছিলে ;
চির বিস্ময় তুমি হে বিদ্রোহী কবি নজরুল!

প্রতিবাদী হও তুমি শিকল ভাঙার গানে,
বিদ্রোহী সুর তুলে জ্বালাও আগুন প্রাণে ;
তুমি সাম‍্যের গান গাও,
তুমি মুক্তির পথ দেখাও ;
মানবতা পেলো প্রাণ তোমার কবিতা গানে।



*****
আজ আমাদের জাতীয় কবি, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম এর মৃত‍্যুদিবস ( বাংলা মাস / সন অনুযায়ী অর্থাৎ ১২ই ভাদ্র )!কবির প্রতি আন্তরিক  শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করছি।