রাত হয়েছে চাঁদ উঠেছে
হাসছে সকল তারা,
চাঁদ তারাদের মিলন মেলায়
জ্যোৎস্না বাঁধনহারা!
জোনাকিরা ঘুরে বেড়ায়
সারা জগতময়,
মিটি মিটি আলো নিয়ে
করবে বিশ্ব জয়!
পূর্ণিমাতে চাঁদের আলোয়
জগত আলোময়,
অমাবস্যায় আঁধার কালো
দেখায় ভূতের ভয়।
দিনের আলোয় চাঁদ তারা রা
মুখ লুকিয়ে রাখে,
সূর্য গেলে অস্তাচলে
হাসতে তারা থাকে।
28/02/2025