কোমল শীতল স্পর্শের আশায়,
বহুদিন ধরে আছি অপেক্ষায় ;
নির্মল বাতাসে জাগে শিহরণ,
আজো কি হবেনা মৃদু বরিষণ?
প্রকৃতি ক্ষেপেছে তাপদাহ লয়ে,
কল্যানী পালায় লাজ শঙ্কা ভয়ে!
সূর্যের উত্তাপ ক্রমে বেড়ে যায়,
বৈশাখী ঝড়ের তাণ্ডব কোথায়?
মেঘ বালিকারা হেসে খেলে ভাসে,
জলকণা হবে ভাবনা বিলাসে ;
ইচ্ছে পূরণের ব্যর্থতার কষ্ট,
মিলন বাসনা করে দেয় নষ্ট!
অপেক্ষার ক্ষণ শেষ হবে কবে?
শীতল পরশে মন ভরে যবে!
এসো হে বরষা ভিজিয়ে ভূতল,
তপ্ত ধরা হোক অনন্ত শীতল!