বৃষ্টি ঝরে টাপুর টুপুর
বৃষ্টি পড়ে মাঠে ঘাটে,
বৃষ্টি পড়ে সারা দুপুর,
লোক থাকেনা বাজার হাটে।

বৃষ্টি পড়ে জম জমিয়ে
খালে বিলে নদীর জলে,
বৃষ্টি ভেজা পল্লীবালা
শাপলা শালুক পদ্ম তোলে।

বৃষ্টি পড়ে অঝোর ধারায়
আঁধার নামে সাঁঝের বেলা,
দেখছে খোকা উদাস চোখে
আজ বিকেলে হয়নি খেলা।

বৃষ্টি পড়ে মুষলধারে
বৃষ্টি এসে ভরায় পুকুর
বৃষ্টি পড়ে ঝুমুর ঝুমুর
বাজছে যেন পায়ের নূপুর।

বৃষ্টি পড়ে ফোটায় ফোটায়
গাছের পাতায় টিনের চালে,
ভোঁদর নাচে গাছের শাখায়
বৃষ্টি পড়ার তালে তালে।

বৃষ্টি পড়ে যখন তখন
অসময়ে প্লাবন আসে,
অনাহারে অর্ধাহারে
বানভাসিরা ভেলায় ভাসে।



আশ্বিন মাসে এমন বৃষ্টি জীবনে আর কখনও দেখেছি বলে মনে হয় না, কখনও মুগ্ধ কখনও বিরক্তি লাগছে গৃহবন্দী হয়ে, তাই আজ এই বৃষ্টির ছড়া।