শীত এখনও হয়নি শেষ
কুয়াশা ও হয়নি নিঃশেষ,
কাছে এলো ফাগুনের দিন!
পবন হয়েছে উতলা
দিয়েছে হৃদয়ে দোলা,
প্রেম হয়ে যায় অন্তর্লীন।
কুহু কুহু ডাকছে কোকিল
দুই হৃদয়ের হবে কি মিল?
কুয়াশারা আড়ালে রয় ;
শুকনো পাতার মর্মর ধ্বনি
বিরহের গান সেথা শুনি,
প্রেমেতে হয় ব্যাকুল হৃদয়।
কচি পাতায় শিশির কণা
সে যেন এক মুক্তো দানা,
বসন্ত আজ দেয় হাতছানি!
সুবাস ছড়ায় আমের মুকুল
ভ্রমর অলি রা তাই তো ব্যাকুল,
দূর হবে সব দুঃখ গ্লানি।