আশা নিয়ে বেঁচে থাকা
আশায় বাঁধি বুক,
হঠাৎ পেলেও পেতে পারি
আঁজলা ভরা সুখ!

একাত্তুরের দুঃখ স্মৃতি
আজও মন কাঁদায়,
চুয়াত্তুরের দুর্ভিক্ষ হয়
মানুষ কষ্ট পায়।

পচাত্তুরে গণতন্ত্র
রুদ্ধ করা হলো,
এক দলীয় শাসন দেশে
কায়েম হয়ে গেলো।

সেই বছরের পনের আগস্ট
হারাই বঙ্গবন্ধু কে,
নিষ্ঠুরতার চরম সীমায়
নেয়া হলো জাতি কে!

পরবর্তী পঞ্চাশ বছর
কত ষড়যন্ত্র,
উজান ঠেলে মাঝে মধ‍্যে
আসে গণতন্ত্র!

স্বৈরাচারী গণতন্ত্রে
বিরোধীদের ঠাঁই নাই,
এ কথাটাই সত‍্য ছিল
গত পনের বছর ভাই।

ছাত্র জনতার আন্দোলনে
দুই হাজার চব্বিশে,
স্বৈরাচারের পতন হলো
রক্ত দিয়ে শেষে।

বুক ভরা আশা নিয়ে
দেখি মোরা স্বপন,
অন্তর্বর্তী সরকার করবে
গণতন্ত্র রোপণ!