হারিয়ে যাওয়া সেই কিশোর প্রেমের স্মৃতি,
পড়লে মনে আজও হৃদয়ে জাগায় প্রীতি ;
বন্ধু বলে সে হাত ধরেছে,
দুঃখ ব্যথার ভাগ নিয়েছে ;
কেমনে ভুলবো তারে সে যে প্রেমের প্রতীতি।
কৈশোরে যার ছোঁয়াতে হৃদয়ে লেগেছে দোলা,
সব হারালেও তারে যায় না যে কভু ভোলা ;
সে আছে মোর অন্তরে,
প্রেম সাগরের বন্দরে ;
সেই কিশোরীর স্মৃতি আছে হৃদয়েতে তোলা।