বিচ্ছেদ জ্বালায় অবিরত পুড়ছে আমার মন,
কাছের মানুষ দূরে থাকে শূন‍্য কুঞ্জবন!
অনেক কষ্টে গড়েছিলাম ছোট্ট একটি ঘর,
দমকা হাওয়ায় ভাঙ্গলো সে ঘর সবাই হলো পর।

স্বার্থে বাধা জীবন বোধের চরম আস্ফালন,
ভালবাসায় ছল চাতুরী তুলছে আলোড়ন ;
অর্থ ছাড়া জীবন এখন শুধুই অভিশাপ
কর্মহীন এ জীবন ধারায় লাগলো ক্ষুধার তাপ।

স্নেহ মায়া যায় হারিয়ে অভাব এসে হানা দেয়,
দুর্নীতিবাজ মানুষ গুলো সবকিছু আজ কেড়ে নেয় ;