ভাবনা কভু জাগেনি মনে থাকতে হবে নির্জনতায়,
মনের কথা লিখতে হবে ছিন্ন পাতায় ;
ভাবতে পারিনি জীবনের রঙ হঠাৎ যাবে হারিয়ে,
বিচ্ছেদ জ্বালা সইতে হবে একা দাঁড়িয়ে।
অনেকেই দিয়েছিল কথা ছেড়ে যাবে না আমায়
কথা রাখে নি কেউ আছি তাই নির্জনতায়,
সবই ছিল আমার, ঘর সংসার প্রিয়তমা নারী ;
আজ তারা হয়েছে পর, আমায় গিয়েছে ছাড়ি।
যতদিন আমি ছিলাম তাদের বিপদে সহায়,
ততদিন তারা আমায় করেনি অবহেলা;
আজ আমি নিঃস্ব হারিয়ে সকল জমানো পুঁজি,
জীবনে তাই চলছে এখন বিচ্ছেদের খেলা।