অতীত স্পর্শের মগ্নতা হৃদয়ে জাগে কম্পন,
নয় মাত্রার ভুমিকম্পের আগাম সতর্ক সংকেতে
উত্তাল হয় অন্তর সুনামী আসার আশঙ্কায় ;
সুসময়ের জলমলে আলোকিত দিনে সব ছিল আমার
স্নেহ মায়া প্রেম ভালবাসা, আজ কিছু বাকি নেই ;
হারিয়েছি সব অনাহুত আবেগের বশে।
ভালবাসা চেয়ে হয়েছি প্রতারিত,
প্রেয়সীর চোখে দেখি অবিশ্বাসের ছায়া!