হৃদয়ে ঝড় তুলে তুমি এসেছিলে
আমায় ভালবেসেছিলে,
সেই তুমি যদি চলে যাও
আমি কি করতে পারি?
আমি দেখেছি তোমায় দূরে সরে যেতে
আমার সান্নিধ্য ছাড়ি!
তোমার এ চলে যাওয়া
আমাকে হতাশ করে, কষ্ট পাই!
বার বার বলেছি সে কথা
নিরুত্তর তুমি কোন জবাব নাই!
আমার ভালবাসা তোমাকে আর আন্দোলিত করে না,
আমার স্পর্শ তোমার শরীরে শিহরণ জাগায় না!
শুনতে চাও না আমার কথা,
জানতে চাও না আমার ব্যথা ;
এত অভিমান কেন তোমার?
আমি তো কোন কৌতুক করিনি,
করিনি কর্তব্য পরিত্যাগ,
শারীরিক সম্পর্কেও কোন অভিযোগ পাইনি
তবু কেন এই বিচ্ছেদ,
কেন এই চলে যাওয়া?
আমার নিষ্ক্রিয় অনুভূতি গুলো চাঙ্গা হয়ে ওঠে
বুঝতে পারি আমার কাছে এসে তোমার
পাওয়া হয়নি অনেক কিছুই -
বিত্ত, বৈভব,বিলাসিতা নিরাপদ ভবিষ্যৎ!
হয়তো তাই...
আমার বলার কিছু নাই!