অনেক অন্ধকার পেরিয়ে যে আলোয় উদ্ভাসিত হলো
নতুন দিনের দুরন্ত সকাল, তাকে কি তুমি আবার
ঠেলে দেবে গাঢ় অন্ধকারে?
মেঘের গর্জন শুনতে কি পাও
দেখতে কি পাও বাসনার অন্তরালে
ফিরে আসতে উদগ্রীব আহত হায়নার দল!
কিছু ভুল কিছু আবেগ কিছু অতিরঞ্জিত মানবিকতা
তোমাকে নিয়ে যেতে পারে গহীন অরণ‍্যে,
যেখানে ক্রূড়তা পশুপ্রবৃত্তি খেলা করে একাট্টা হয়ে!
তুমি কি পারবে সততার পতাকা উড়িয়ে
মানবতা প্রেম ভালবাসার আশিষ ছড়িয়ে
অসহায় মানুষের পাশে দাড়াতে?
দাবী আদায়ের আন্দোলনে পতিত হয়েছে স্বৈরাচার,
তুমি কি পারবে ফিরিয়ে দিতে গণ মানুষের অধিকার?
কেন এত ভীরুতা, কেন এত দুর্বলতা!
যে প্রত‍্যয় নিয়ে দু’হাত ছড়িয়ে বুক পেতেছিলে
নির্মম নিষ্ঠুর ক্ষমতলোভী ঘাতকের সম্মুখে,
সে হাত আবার প্রসারিত করো
ভেঙ্গে দাও হাত, বর্ণচোরা লুটেরা হায়নাদের
যারা আজও স্বপ্ন দেখে -
আবার ফিরবে স্বৈরাচার,
আবার গড়বে আয়না ঘর!