বিজয়ের মাস উচ্ছ্বাস উল্লাস লুপ্ত অধীনতা,
ঘরে ঘরে লাল সবুজের পতাকা উড়াই ;
একাত্তরে রক্ত দিয়ে আনলো যারা স্বাধীনতা,
তাদের কথা স্মরণ করে শোক বার্তা পাঠাই।
যে নারীরা ইজ্জত দিয়ে এনে দিল মুক্তি,
কেমনে ভুলি সে সব স্মৃতি আজও অশ্রু জড়ায় ;
মুক্তি যুদ্ধে রক্ত দিয়ে পেলাম বেঁচে থাকার শক্তি,
পরাধীনতার শৃঙ্খল ভেঙ্গে এলাম স্বাধীন সত্তায়।
দেশ জুড়ে আজ অনিয়মের পাহাড় জমা ভাই,
স্বাধীন দেশে স্বাধীন ভাবে গাইতে পারিনা গান ;
তবু মোরা সুখেই আছি পরাধীন তো আর নাই,
কে চায় বলো হারাতে তার স্বাধীন সত্তার মান।
ভাইয়ে ভাইয়ে বিভেদ করে কত রক্ত জড়াই,
ক্ষমতার মোহে অন্ধ হয়ে শুধু বিভেদ ছড়াই।