একাত্তরে যুদ্ধ করে
পেলাম স্বাধীনতা,
রক্ত দিয়ে দূর করেছি
সকল অধীনতা!

মান দিয়েছি জান দিয়েছি
লড়াই করেছি,
শোষণের সব শৃঙ্খল ভেঙ্গে
মুক্তি এনেছি।

বিজয়ের সে দিনটি ছিল
ষোলই ডিসেম্বর,
দিনটি আজ করছি পালন
উৎসবে মুখর!

সকল বিভেদ ভুলে সবাই
এসো ঐক‍্য গড়ি,
বিজয়ের এই নতুন দিনে
দেশের সেবা করি।