কবি নজরুল দিক্ দিশারী
চলার পথের কান্ডারী,
হৃদয়ে সে থাকে সবার
বিদ্রোহী গান সঞ্চারী!

আলোক মালায় ভরিয়ে দিয়ে,
সাম‍্যবাদের গান শুনিয়ে ;

সম্মুখ পানে যায় এগিয়ে
শিকল ভাঙ্গার গান গেয়ে,
মানবতার কথা বলে
উল্কা বেগে যায় ধেয়ে।

ভোর হয়েছে ডাক দিয়েছে,
সত‍্য ন‍্যায়ের পথ পেয়েছে!

আয়রে খোকন এগিয়ে আয়
জগতটাকে দেখবি আয়,
সম‍্য মৈত্রী আনার তরে
ঝড়ের বেগে ছুটবি আয়।

     *****



২৪ শে মে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১২৫ তম জন্ম বার্ষিকী, নজরুল আমার চেতনায় অমর হয়ে আছেন , আমার আদর্শ আমার কবিতার প্রেরণার একজন কবি কাজী নজরুল ইসলাম, তার প্রতি রইলো আমার শ্রদ্ধা ও দোয়া আল্লাহ যেন তার সকল দোষ ত্রুটি ক্ষমা করে তাকে জানন্নাতবাসী করেন ।