যে যা পারো কুৎসা রটাও
বাধা দেয়ার নেই তো কেউ,
মিথ‍্যে কথা আবোল তাবোল
বিভেদ আনতে লাগাও ফেউ!

বিচিত্র এই মানব জীবন
ছল চাতুরীর কারখানা,
ভাল মন্দের হিসাব ছাড়াই
চলে কত বাহানা!

লুটেরা আর হায়না মিলে
করলো দেশের ক্ষতি ,
বীর জনতা জেগে ওঠো
দূর করো দুর্গতি।