বিধাতা দিয়েছে শক্তি করছি তারই
বড়াই! যোগ্যতা দিয়ে করিনি নিজেকে
যাচাই, শুধু দেখেছি স্বপন জীবন
গড়ার, সেটাও ছিল অনিশ্চয় তার।
সফলতা বয়ে আনে শ্রম সাধনায়
বুঝেছি সেকথা নিজ ব্যর্থতার জ্বালা
বুকে লয়ে, অসহিষ্ণু চিত্ত পারে শুধু
বিবেকহীন সংঘাতে নিজেকে জড়াতে।
আমার বিবেক বলে আমি একা নই
সাথী আছে বহু জন, বিবেক হারিয়ে
যারা পশুত্ব বরণ করেছে জীবনে,
তাদের কারনে আজ প্রলয় এসেছে।
আমাদের হাতে আজ হলো মানবতা
খুন,শোষণ বঞ্চনা থাকে বল্গাহীন।
**
অমিত্রাক্ষর ছন্দ